নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৩ মে ২০২০ | প্রিন্ট | 400 বার পঠিত
করোনাভাইরাসের প্রভাবে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ধস নেমেছে। গত এপ্রিল মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত মাসে দেশে প্রবাসীরা দেশে ১০৪ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছরের এপ্রিল মাসে তারা পাঠিয়েছিলেন ১৪৩ কোটি ৪৩ লাখ ডলার। এই হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় সদ্য বিদায়ী এপ্রিলে প্রায় ৪০ কোটি ডলার বা ১০ শতাংশ কম এসেছে।
আগের মাসের তুলনায়ও এপ্রিলে রেমিট্যান্স এসেছে কম। চলতি বছরের মার্চ মাসে ১২৮ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এ হিসেবে মার্চ মাসের তুলনায় এপ্রিলে রেমিট্যান্স কমেছে ২৪ কোটি ডলার।
গত মার্চ মাসের শেষভাগ থেকে এপ্রিল পর্যন্ত বিপুল সংখ্যক প্রবাসী করোনাভাইরাসের ভয়ে কর্মস্থল ছেড়ে দেশে চলে এসেছেন। আবার যারা আছেন তাদের অনেকে বেতন পাননি।যারা স্বাধীনভাবে কাজ করেন,তাদের কাজ বন্ধ বলে আয়ও বন্ধ।রেমিট্যান্সে এসবের প্রভাব পড়েছে।
করোনার পাশাপাশি বিশ্ববাজারে জ্বালানি তেলের রেকর্ড মূল্য পতনও রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে। অবস্থার উন্নতি না হলে আগামী মাসগুলোতে রেমিট্যান্স আরও কমে যেতে পারে বলে বিশেষজ্ঞদের আশংকা।
Posted ১০:১১ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২০
bankbimaarthonity.com | saed khan