বৃহস্পতিবার ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার উৎস নিয়ে প্রশ্ন চীনের পররাষ্ট্রমন্ত্রীর

বিবিএনিউজ.নেট   |   শুক্রবার, ২৮ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   221 বার পঠিত

করোনার উৎস নিয়ে প্রশ্ন চীনের পররাষ্ট্রমন্ত্রীর

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দাবি করেছেন, মহামারি করোনাভাইরাস যে চীনে উৎপত্তির পর বিশ্বজুড়ে তার বিস্তার ছড়িয়েছে সেটা এখনও নিশ্চিত নয়। তিনি এ কথার মাধ্যমে ভাইরাসটির উৎপত্তি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিদেশি সরকারগুলোর অবস্থানের সংশয় প্রকাশ করেছেন।

নরওয়ে সফরে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ওয়াং জি এসব কথা বলেন, যদিও মহামারি এই ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হওয়ার বিষয়টি সবার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) চীনই জানিয়েছিল। ওয়াং জি এ বিষয় প্রসঙ্গে বলেন যে, ‘এর মানে এটা নয় যে, ভাইরাসটির উৎপত্তি চীনে হয়েছে।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ওয়াং জি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘প্রকৃতপক্ষে বিগত কয়েক মাস ধরে আমরা বেশ কিছু সংবাদ প্রতিবেদন দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে, বিশ্বের বিভিন্ন অংশে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হয়েছিল এবং অনেক স্থানে প্রাদুর্ভাব শুরু হয়েছে চীনেরও আগে।’

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে হুবেই প্রদেশের রাজধানী শহর উহানে প্রথমবারের মতো নতুন করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করে চীনের মধ্যাঞ্চলীয় ওই প্রদেশটির নগর স্বাস্থ্য কর্তৃপক্ষ। আর পরে নভেল করোনাভাইরাস নাম ধারণ করা ওই ভাইরাসটিতে চীনে জানুয়ারির শুরুর দিকে প্রথম কারো মৃত্যু হয়।

করোনাকে ‘চায়না ভাইরাস’ হিসেবে অভিহিত করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াং জি বলেন, ‘কোথা থকে এবং কীভাবে প্রথমবার ভাইরাসটির উৎপত্তি হয়েছে, বিষয়টি বিজ্ঞানী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ওপর ছেড়ে দেয়াই উচিত। এটা নিয়ে কোনোভাবেই রাজনীতি করা উচিত নয়।’

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।