বুধবার ৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় হোটেল রেস্তোরা খাতে ৬০ হাজার কোটি টাকা ক্ষতি

বিবিএ নিউজ.নেট   |   রবিবার, ২৩ মে ২০২১   |   প্রিন্ট   |   301 বার পঠিত

করোনায় হোটেল রেস্তোরা খাতে ৬০ হাজার কোটি টাকা ক্ষতি

চলমান কভিড-১৯-এর কারণে এ পর্যন্ত ৩০ শতাংশ হোটেল-রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। এ সময়ে আর্থিক সংকটে ৫০ শতাংশের বেশি হোটেল-রেস্তোরাঁর মালিকানা বদল হয়েছে। খাতটিতে ক্ষতি হয়েছে সর্বোচ্চ ৬০ হাজার কোটি টাকা। এ অবস্থায় সেবা খাতের অন্যতম প্রধান এ খাতের উদ্যোক্তারা হোটেল ও রেস্তোরাঁ চালুর পাশাপাশি প্রণোদনা ও অন্যান্য বেশকিছু সুবিধার দাবি করেছেন।

রাজধানীর বিজয়নগরে গতjকাল শনিবার বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের কাছে এসব দাবি তুলে ধরেন সমিতির মহাসচিব ইমরান হাসান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ও উপদেষ্টাসহ অন্য নেতারা।

ইমরান হাসান বলেন, লকডাউনে হোটেল-রেস্তোরাঁ বন্ধ করতে বলা না হলেও রেস্তোরাঁয় বসে না খাওয়ার নির্দেশনা রয়েছে। এতে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন হোটেল-রেস্তোরাঁ মালিক ও শ্রমিকরা। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ আসন খালি রেখে ক্রেতাদের হোটেলে বসিয়ে খাওয়াতে চায় রেস্তোরাঁ মালিক সমিতি। আর তা সম্ভব না হলে স্বাভাবিক নিয়মে পুরোদমে রেস্তোরাঁগুলো চালু রাখতে চান তারা।

তিনি বলেন, হোটেল-রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক লাখ মানুষ জীবিকা নির্বাহ করে। তবে করোনার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার অন্য সব খাতের জন্য সহায়তা, প্রণোদনা দিলেও হোটেল-রেস্তোরাঁর জন্য কিছুই করেনি। ফলে এ খাত ঘুরে দাঁড়াতে পারছে না।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:১৪ অপরাহ্ণ | রবিবার, ২৩ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11208 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।