শুক্রবার ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাম ব্যাক সাকিব আল হাসান

বিবিএনিউজ.নেট   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   289 বার পঠিত

কাম ব্যাক সাকিব আল হাসান

এক বছরের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার মুক্ত হলেন সাকিব আল হাসান। ফলে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে দেশসেরা অলরাউন্ডারের এখন আর কোনো বাধা থাকছে না।

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গত বছর আইসিসি কর্তৃক নিষিদ্ধ হন সাকিব। দীর্ঘ এক বছর পর ৩৩ বছর বয়সী তারকার ফিরে আসাটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাগত জানিয়েছেন তার জাতীয় দলের সতীর্থরা।

দীর্ঘদিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের সঙ্গে যুগল ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘স্বাগতম বিজয়ী। ’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে কাছাকাছি সময়ে অভিষেক হয় সাকিব ও মুশফিকুর রহিমের। দেশসেরা অলরাউন্ডারকে তাই সবচেয়ে বেশি কাছে পেয়েছেন মুশি। বাংলাদেশ দলের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান সাকিবের প্রত্যাবর্তন উপলক্ষে এক স্মৃতিমূলক লেখা পোস্ট করেছেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে। সঙ্গে জুড়ে দিয়েছেন ক্রিকেট মাঠে দু’জনের কয়েকটি ছবিও।

মুশফিক লেখেন, ‘আমরা টিনেজার হিসেবে একসঙ্গে আমাদের ক্যারিয়ার শুরু করেছিলাম এবং এরপর কখনও পেছনে ফিরে তাকাতে হয়নি। গত বছর একটি বড় আঘাত আসে যখন শুনি এক বছরের জন্য আমরা ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারবো না। আমরা অনেক চমৎকার মুহূর্ত ভাগাভাগি করেছি, অনেক ভালো সময় কাটিয়েছি এবং কঠিন সময়ে একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছি। আমি খুবই আনন্দিত যে, এই একটি বছর শেষ হয়েছে এবং আমরা একত্রে আবার মাঠে নামতে পারবো। তুমি সবসময় বিজয়ীর বেশে ফিরে এসেছো এবং তোমার সঙ্গে ম্যাচজয়ী পার্টনারশিপ ও দেশের জন্য আনন্দ ভাগাভাগি করার জন্য আমার তর সইছে না, ইনশাল্লাহ। ’

সাকিব ও তার কন্যার সঙ্গে তোলা এক ছবি পোস্ট করে পেসার তাসকিন আহমেদ ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ…সাকিব ভাই ফিরেছেন। ’

মেহেদী হাসান মিরাজও সাকিবের সঙ্গে এক যুগল ছবি পোস্ট করে লিখেছেন, ‘ফিরে আসার জন্য স্বাগতম, সাকিব ভাই! একই দলে আপনার সঙ্গে খেলার জন্য আমার অপেক্ষা সইছে না। আপনার মতো জীবন্ত কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারা সত্যি অনেক বড় সুবিধার। আমি আপনার থেকে অনেককিছু শিখেছি এবং আরও অনেককিছু শেখার রয়েছে। আশা করি, বাংলাদেশের হয়ে আমরা আবার একসঙ্গে খেলতে পারবো। ’

উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাশ সাকিবের সঙ্গে এক ফ্রেমে বন্দি এক ছবি পোস্ট করে লিখেছেন, ‘ফিরে আসার জন্য স্বাগতম কিংবদন্তি। ’

আরেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান লিখেছেন, ‘ক্রিকেট মাঠে ফিরে আসার জন্য আপনাকে স্বাগতম সাকিব আল হাসান ভাই। আপনার বাঘের মতো গর্জন দেখার জন্য তর সইছে না। ’

টাইগারদের আরেক অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন সাকিবের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরের স্মৃতি রোমান্থন করে লিখেছেন, ‘এটা আমার প্রথম ওডিআই সিরিজের তোলা ছবি আফ্রিকা সফরে। ছোটবেলা থেকেই ওনাদের খেলা দেখেই বড় হয়েছি এবং এক প্রকার আর পাঁচটা দর্শকের মতো আমিও উনার বিশাল ফ্যান। ইনশাআল্লাহ, যদি কখনো টেস্ট অভিষেক হওয়ার সুযোগ হয়, আমার ইচ্ছা আছে উনার কাছ থেকেই টেস্ট ক্যাপটা নেওয়ার। সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে আসেন ভাই। আবার মাঠের মানুষ মাঠে দেখার অপেক্ষায় রইলাম। ’

সাব্বির রহমান ও সৌম্য সরকার সাকিবের সঙ্গে টেস্টে খেলার এক ছবি পোস্ট করে লিখেছেন, ‘ফিরে আসার জন্য স্বাগতম ভাই। ’

পেসার আল আমিন হোসেন সাকিব ও তাসকিনের সঙ্গে এক ফ্রেমে বন্দি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বস ফিরেছেন। ’

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।