বিবিএনিউজ.নেট | শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | 418 বার পঠিত
ভারতের সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ শ্রমিক মারা যাওয়ার কয়েক ঘণ্টা পর একই জায়গায় আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রতিষ্ঠানটির কয়েক কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন সিরামের প্রধান নির্বাহী।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সিরামের পুনের কারখানায় নির্মাণাধীন যে ভবনে প্রথমে আগুন লেগেছিল, সন্ধ্যার দিকে সেখানে আবারও একই ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ভবনটির অন্য অংশগুলোতে। অবশ্য দ্রুততার সঙ্গে সেই আগুন নিয়ন্ত্রণে এনেছেন দমকলকর্মীরা।
এর আগে, দুপুরের অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির পাঁচ শ্রমিক দগ্ধ হয়ে প্রাণ হারান।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর নির্মাণাধীন ভবনটির ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মৃতরা সবাই চুক্তিভিত্তিক শ্রমিক ছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রমিকরা ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন লাগে। তবে এর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। পুনের মেয়র মুরলিধর মহল এ ঘটনায় পাঁচজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরামের ওই কারখানাতেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিনের উৎপাদন চলছে। শিগগিরই সেখানে যুক্তরাষ্ট্রের নোভাভ্যাক্সের ভ্যাকসিনও উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণে ভ্যাকসিন সরবরাহে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে সিরামের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা জানিয়েছেন, আগুনে তাদের কয়েক কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে।
Posted ১০:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | Sajeed