বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০১৯ | প্রিন্ট | 642 বার পঠিত
লিড ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম জেলার লিড ব্যাংক হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আয়োজনে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান ও সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. আবুল বশর, বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. নূরুল আমীন, ফার্স্ট সিকিউরিটি ইসলামীর চট্টগ্রাম আঞ্চলিক প্রধান মো. হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু হাসান সিদ্দিক (শিক্ষা ও আইসিটি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান, বিপিএম (বার), পিপিএম (বার), বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপপরিচালক বিধান চন্দ্র সাহাসহ চট্টগ্রাম জেলার সকল ব্যাংকের সকল শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Posted ২:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০১৯
bankbimaarthonity.com | Sajeed