নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ | প্রিন্ট | 282 বার পঠিত
চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির বোর্ড সভা। কোম্পানিগুলো হলো- লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, এসএস স্টিল লিমিটেড, আমান ফিড লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গোল্ডেন সন লিমিটেড, এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড, একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড এবং জিকিউ বলপেন লিমিটেড। কোম্পানিগুলো সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের বোর্ড সভা ২১ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।
এসএস স্টিল লিমিটেডের বোর্ড সভা ২১ নভেম্বর, বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
আমান ফিড লিমিটেডের বোর্ড সভা ২২ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বোর্ড সভা ২৩ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকের ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
গোল্ডেন সন লিমিটেডের বোর্ড সভা ২৪ নভেম্বর, বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের বোর্ড সভা ২৪ নভেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের বোর্ড সভা ২৪ নভেম্বর, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
জিকিউ বলপেন লিমিটেডের বোর্ড সভা ২৫ নভেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে।
Posted ৯:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan