শুক্রবার ৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই ব্যাংকের জরিমানা মওকুফের আবেদন নাকচ

  |   শনিবার, ১৩ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   246 বার পঠিত

দুই ব্যাংকের জরিমানা মওকুফের আবেদন নাকচ

সিআইবি তথ্য গোপন ও খেলাপি প্রতিষ্ঠানকে নতুন করে ঋণ দেওয়ার অভিযোগে দুটি ব্যাংকে জরিমানা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। এ জরিমানা মওকুফের আবেদন করেছিল ওই দুই ব্যাংক। কিন্তু তাদের এ আবেদন নাকচ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এ আবেদন ওঠালে তা নাকচ করে দেয় নিয়ন্ত্রণ সংস্থার পর্ষদ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

তিনি জানান, সিআইবি তথ্য গোপন ও খেলাপি প্রতিষ্ঠানকে নতুন করে ঋণ দেওয়ার অভিযোগে কয়েকটি ব্যাংককে জরিমানা করা হয়েছিল। তারা ওই জরিমানা মওকুফের আবেদন করে। বিষয়টি নিয়ে বোর্ডে বিস্তারিত আলোচনার পর তা নাকচ করে দেয়। তবে কোনো ব্যাংককে জরিমানা করা হয়েছিল তাদের নাম বলেননি মুখপাত্র। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিআইবি তথ্য গোপনের জন্য বেসরকারি প্রিমিয়ার ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকে জরিমানা করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
বোর্ড সভায় ‘বাংলাদেশ ব্যাংক পুরস্কার-২০২০’ এ ভূষিত করার বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়া ১০, ৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিমের জন্য আর্থিক সেবাভুক্তি ৫০০ কোটি টাকার ‘ক্রেডিট গ্যারান্টি স্কিম’ থেকে এখন গ্রাহকের অনুকূলে ঋণের গ্যারান্টি দেবে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংক অব রাশিয়ার মধ্যে মুদ্রা বিনিময় বিষয়টি বোর্ডে অনুমোদন হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে স্মারক রৌপ্য মুদ্রা তৈরি করা হবে। প্রতিটি মুদ্রার দাম হবে সাড়ে ৬ হাজার টাকা।
সভায় আলোচনা হয়, বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগে লিগ্যাল অ্যাফেয়ার্স সেলের চুক্তিভিত্তিক একজন আইন পরামর্শক নিয়োগ, বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগে চুক্তিভিত্তিক দুই জন লিগ্যাল রিটেইনার নিয়োগ বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সরকারি ছয় বাণিজ্যিক ব্যাংকের স্থিতি ভিত্তিক ক্যামেল রেটিং ও অফ-সাইট সুপারভিশন প্রতিবেদন প্রসঙ্গে এবং রেমিট্যান্স অ্যাওয়ার্ড নীতিমালার বিস্তারিত বিষয়টি বৈঠকে তুলা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির বোর্ড সভায় সভাপতিত্ব করেন। এসময় বোর্ড সদস্যসহ কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:৪৫ অপরাহ্ণ | শনিবার, ১৩ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।