| বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 313 বার পঠিত
দেশ গার্মেন্টস লিমিটেডের ৪৬তম বার্ষিক সাধারণ সভা ১৪ই ডিসেম্বর ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। সভায় অংশ গ্রহণ করেন কোম্পানির চেয়ারম্যান মিসেস রোকেয়া কাদের, ব্যবস্থাপনা পরিচালক ওমর কাদের খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মিসেস ভিদিয়া অমৃত খান, স্বতন্ত্র পরিচালক আবদুল-মুয়ীদ চৌধুরী ও ব্যারিস্টার সাজেদ আহাম্মদ সামী, নাজমুল হুদা মল্লিক, প্রধান অর্থ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মিসেস রোকেয়া কাদের এবং সভা পরিচালনা করেন কোম্পানি সচিব জনাব ড. কে. মৌলিক ।
বিশদ আলোচনার পর ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশ গ্রহণ করে শেয়ারহোল্ডারগণ কোম্পানি কর্তৃক ঘোষিত ২০২২-২০২৩ অর্থ বছরে সকল শেয়ারহোল্ডারদের জন্য ৩% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেন। ৩০শে জুন, ২০২৩ ইং সালে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালক বৃন্দের প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদন গৃহীত হয়। মিসেস রোকেয়া কাদেরকে পরিচালক পদে পুনঃনিয়োগ করা হয় এবং সাজেদ আহাম্মদ সামীকে পরবর্তী টার্মের জন্য স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়। মেসার্স শফিক বসাক এন্ড কোঃ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য অডিটর নিয়োগ করা হয়। কর্পোরেট গভর্ণনেন্স গাইডলাইন সনদ প্রদানের জন্য জেসমিন এন্ড অ্যাসোসিয়েটস্, চার্টার্ড সেক্রেটারিজকে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য নিয়োগ ও পারিতোষিক নির্ধারণ করা হয়।
পরিশেষে সভার সভাপতি সকলকে ভার্চুয়াল প্লাটফরমে অংশ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Posted ২:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | rina sristy