| মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 6 বার পঠিত
ধারাবাহিক দরপতন কাটিয়ে আজ ২৬ নভেম্বর উত্থান ফিরেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু দুপুর ১২টার পর সূচকের একটানা পতন ঘটলেও উত্থান দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৭.০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৪৩.১২ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪৮.৫১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৪.২৯ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯ টির, কমেছে ২০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৯.৮৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
এদিন ডিএসইতে ১২ কোটি ৩৬ লাখ ২৮ হাজার ১৯৮ টি শেয়ার ১ লাখ ১৭ হাজার ৪৫২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ৭৭ লাখ ৫ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৫ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২০ শতাংশ বা ১০.৩৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৩৬.১২ পয়েন্টে।
আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৪৭.৪৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.১৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৯৬.৭৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪৮ টির, কমেছে ১৬৩ টির এবং অপরিবর্তিত রয় ৮৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৭.৫৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
এদিন ডিএসইতে ১১ কোটি ১৯ লাখ ৮ হাজার ৩৬ টি শেয়ার ১ লাখ ১৮ হাজার ৮২৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩১৯ কোটি ৮১ লাখ ৩৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৯ কোটি ৯৫ লাখ ৬৮ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪০ শতাংশ বা ৫৮.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৩৭.৭০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ২১৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, কমেছে ১১৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৫০ লাখ ৯ হাজার ২৮০ টাকা।
Posted ৫:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan