শুক্রবার ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিত্যপণ্য বিক্রিতে কারসাজি করায় ১৬৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   350 বার পঠিত

নিত্যপণ্য বিক্রিতে কারসাজি করায় ১৬৭ প্রতিষ্ঠানকে জরিমানা

মহামারি করোনাভাইরাস আর রমজান মাসকে পুঁজি করে প্রতিদিনই সাধারণ মানুষের সঙ্গে এমন প্রতারণা করে যাচ্ছে ব্যবসায়ীরা। আইন অনুযায়ী নিত্যপণ্যের মূল্য প্রদর্শন না করে কারসাজির মাধ্যমে বেশি দামে পণ্য বিক্রি করছে। একই সঙ্গে তেমনি ওজনেও পরিমমাণে কম দিচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬৭টি প্রতিষ্ঠানকে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সার্বিক নির্দেশনায় ও অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহার নেতৃত্বে সারাদেশে ১০৬টি পাইকারি ও খুচরা বাজারে অভিযান করা হয়। এসময় মোট ১৬৭টি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৫২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে অধিদফতরের আট জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরীর ২৩টি বাজারে (পাইকারি ও খুচরা) অভিযান চলে। এসময় মহানগরের ১৬টি স্থানে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রিও (ট্রাকসেল) তদারকি করা হয়।
এছাড়া ঢাকার বাইরের বিভাগে উপ-পরিচালক ও জেলায় সহকারী পরিচালকের নেতৃত্বে ৮৩টি বাজারে অভিযান চালানো হয়।
ঢাকায় অধিদফতরের পরিচালক (প্রশাসন) শামীম আল মামুনের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন ও বিকাশ চন্দ্র দাস এবং সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, রোজিনা সুলতানা, মাগফুর রহমান, ইন্দ্রানী রায় ও মাহমুদা আক্তার।
অভিযানকালে ভোক্তাদের সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য কিনতে আহ্বান জানানো হয়।
অভিযান প্রসঙ্গে অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্যমন্ত্রীর সার্বিক সহযোগিতায় ও নির্দেশনায় প্রতিদিন রাজধানী ঢাকাসহ সারাদেশে পাইকারি ও খুচরা বাজার তদারকি করা হচ্ছে। সরবরাহের যেকোনো পর্যায়ে কোনো অসাধু ব্যক্তি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান নিয়ে কারসাজি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি উৎপাদক, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিত্যপণ্যের ক্রয় মূল্যের ভাউচার ও মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করতে এবং ন্যায্যমূল্যে তা বিক্রির জন্য উদাত্ত আহ্বানও জানান।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১১:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11187 বার পঠিত)

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।