বিবিএনিউজ.নেট | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০ | প্রিন্ট | 293 বার পঠিত
সম্প্রতি পুঁজিবাজারে বহুজাতিক, ব্যাংক ও সিমেন্ট, ওষুধ খাতের ভালো শেয়ারে যাদের বিনিয়োগ রয়েছে, তাদের জন্য কিছুটা সুদিনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে বীমা খাতের শেয়ারের অস্বাভাবিক উত্থানে যারা এতোদিন আনন্দে ছিলেন, তাদের মন কিছুটা খারাপ হওয়ার কথা। কারণ লেনদেন হওয়া অধিকাংশ বীমা কোম্পানির শেয়ারেরই দরপতন ঘটছে। এমনকি দরপতনের শীর্ষে থাকা কোম্পানির তালিকার বেশিরভাগই বীমা কোম্পানির।
ভালো শেয়ারের ওপর ভর করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন গত ১৩ ডিসেম্বর আবারো হাজার কোটি টাকা ছাড়িয়েছে। সেই সঙ্গে সূচক পৌঁছেছে গত সাড়ে ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে। ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স দিনশেষে ৩২ পয়েন্ট বেড়েছে। তাতে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৫ হাজার ১২৬ পয়েন্টে। সাড়ে ১৫ মাসের মধ্যে ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ অবস্থান এটি। এর আগে সর্বশেষ এ সূচক গত বছরের ২৮ আগস্ট সর্বোচ্চ ৫ হাজার ১৪০ পয়েন্টের অবস্থানে ছিল। ১১ বহুজাতিক কোম্পানির মধ্যে ১০টিরই দাম বেড়েছে।
সূচকের সঙ্গে লেনদেনেও ছিল ভালো গতি। তাতে দিনশেষে ঢাকার বাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর আগে সর্বশেষ গত ১৫ নভেম্বর ১ হাজার ১৯৮ কোটি টাকার লেনদেন হয়েছিল এ বাজারে।
৬ ডিসেম্বর ডিএসইর প্রধান সূচকটি ৫ হাজার পয়েন্টের মনস্তাত্তি¡ক মাইলফলক অতিক্রম করে। এরপর থেকেই মূলত ভালো কোম্পানির শেয়ারের নড়াচড়া শুরু হয়। তার আগে একটানা অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনা ঘটে বীমা খাতের শেয়ারে।
কারসাজির মাধ্যমে একটি গোষ্ঠী নানা ধরনের গুজব ছড়িয়ে বীমা খাতের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটায়। তাতে কোনো কোনো বীমা কোম্পানির শেয়ারের দাম কয়েক মাসে চার-পাঁচ গুণও বেড়ে যায়। বীমার শেয়ার নিয়ে কারসাজির বিভিন্ন তথ্য একটু একটু বেরিয়ে আসতে শুরু করলে মূল্যসংশোধন হতে শুরু করে এ খাতের শেয়ার দরে। কয়েকদিন ধরে পুঁজিবাজারে বহুজাতিক কোম্পানিগুলোর মূল্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে পুঁজিবাজারের গভীরতা বাড়বে বলে আশা করা যায়।
Posted ১২:৩১ অপরাহ্ণ | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | Sajeed