বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

পুঁজিবাজারে গভর্নেন্সের বিষয়ে কঠোর হয়েছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   307 বার পঠিত

পুঁজিবাজারে গভর্নেন্সের বিষয়ে কঠোর হয়েছে বিএসইসি

পুঁজিবাজারে গভর্নেন্সের বিষয়ে এই মাস থেকেই কঠোর হওয়া শুরু করেছি। নির্বাচনের পর থেকে আরও কঠোর হব বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঢাকা ক্লাবে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিনা কারণে যে সরকারের বদনামগুলো হয় তা থেকে আমরা বেরিয়ে আসছি। গুটি কয়েকজন লোকের জন্য ক্যাপিটাল মার্কেট বা মানি মার্কেটের দুর্নাম হবে সেই দিন শেষ।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, সিএমএসএফ করার সময়ে চিন্তা করলাম যে একটা নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি। আর আজ সেটা প্রমাণিত হয়েছে। যাদের এটার নেতৃত্বে দেয়া হয়েছিল তারা আজ এটা প্রমাণ করেছেন। আসলে নেতৃত্ব দেয়ার যোগ্যতা সবার থাকে না।

তিনি বলেন, ডিআরইউ, ইআরএফ এবং সিএমজেএফের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। এখানে যেসব সাংবাদিকরা কাজ করেন তাদের সঙ্গে আমাদের প্রতিনিয়তই কথা হয়। যেসব সাংবাদিকরা ফোন দেন আমরা সবার ফোন ধরি। আজকে যে রিপোর্টিং অ্যাওয়ার্ড দেয়া হল এবার ৩টা হয়েছে যা আগামীতে প্রত্যেক ক্যাটাগরিতে ৩টা করে মোট ৯টা অ্যাওয়ার্ড দেয়ার জন্য আমি আয়োজকদের অনুরোধ জানিয়েছি।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আমরা আরও ভালো রিপোর্ট চাই। আমরা গুজব চাইনা। আপনাদের মধ্যে এরপরও কয়েকজন ঢুকে যায়। তারা গুজব ছড়ায়। আপনাদের মাঝে যদি কেউ চলে আসে যারা মিথ্যার আশ্রয় নিয়ে মার্কেট, দেশ ও বিনিয়োগকারীদের ক্ষতি করে তাদের আপনারাই থামাবেন। আপনারা অ্যাসোসিয়েশনই তাদের থামাবেন। যারা এবার পুরস্কার পেয়েছেন তাদের জন্য শুভ কামনা রইলো। আর বাকি যারা রয়েছেন তারা আগামীতে চেষ্টা করবেন যেন আরও ভালো রিপোর্টিং করুন। আপনারা এই যে কষ্ট করে এত তথ্য বের করে নিয়ে আসেন তা আমাদের জন্য খুবই কাজে লাগে।

তিনি বলেন, আমরা এই মাস থেকে গভর্নেন্সে কঠোর হওয়া শুরু করেছি। নির্বাচনের পর তা আরও জোরদার করা হবে। বিনা কারণে যে সরকারের বদনামগুলো হয় তা থেকে আমরা বেরিয়ে আসছি। অল্প গুটি কয়েকজন লোকের জন্য ক্যাপিটাল মার্কেট বা মানি মার্কেটের দুর্নাম হবে সেই দিন শেষ।

বিএসইসি চেয়ারম্যান বলেন, আজকে যারা পুরস্কার পেলেন তাদের প্রতি আবারও শুভেচ্ছা রইলো। আর যারা জুরি বোর্ডে কাজ করেছেন, কষ্ট করেছেন তাদের প্রতিও অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে সিএমএসএফ চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, আমরা সিএমএসএফ এবং সিএমজেএফের আন্তরিক প্রচেষ্টার ফল আজকের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান। আজকের দিনটি উদযাপনের দিন। যারা ৩টি পুরস্কার পেলেন, তারা তাদের নিজস্ব প্রচেষ্টা ও নিজস্ব যোগ্যতায় পেয়েছেন। জুরি বোর্ড অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে রিপোর্টগুলো যাচাই বাছাই করেছেন। আগামীতে ৯টি পুরস্কার দেয়ার জন্য সিএমএসএফের বোর্ড অব গভর্ননেন্সও চিন্তা করেছিল। তবে এবার ৩টি দিয়েই আমরা শুরু করেছি। আগামীতে ৯টি পুরস্কার দেয়া হবে।

নজিবুর রহমান বলেন, সিএমএসএফ সম্প্রতি ইউরোপে একটি ট্রেড ও ইনভেস্টমেন্ট সেমিনারে গিয়েছিলাম। সেখানে জার্মান ফ্রান্স ও বেলজিয়ামের উদ্যোক্তারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি বেলজিয়াম থেকে একজন উদ্যোক্তা সিএমএসএফ পরিদর্শনে এসেছিলেন। আমরা আশা করছি আগামীতে আরও অনেক উদ্যোক্তারা আসবেন।

সিএমজেএফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, পুঁজিবাজারের রিপোর্টিংয়ের গুণগত মান ও স্বচ্ছতা বাড়াতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। পাশাপাশি অনুসন্ধানি রিপোর্টিংয়ে আগ্রহ বাড়বে। স্পর্শকাতর এই বাজারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে আমরা কঠিন একটি সময় পার করছি। যুদ্ধ ও নির্বাচনের প্রভাব বাজারে রয়েছে। নির্বাচনের পর অবশ্যই এখান থেকে উঠে আসা সম্ভব হবে। তখন গতিশীল বাজার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞানের অভাব রয়েছে। এর সুযোগ নিয়ে নানা অনিয়মের মাধ্যমে সাধারণ মানুষদের নিঃস্ব করা হয়। তাই সচেতনতা বৃদ্ধি করতে ও বিনিয়োগকারীদের লোভ কমাতে বিভিন্ন সেমিনার করছে সিএমজেএফ। এছাড়া বর্তমান কমিশন অনেকগুলো সংস্কার কার্যক্রম করেছে, যার সুফল আমরা সামনের দিনগুলোতে পাবো।

ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন বাংলাভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম ময়নুল আহসান।

অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন অনলাইন নিউজ পোর্টাল অর্থসংবাদ ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক এসএম জাকির হোসেন।

প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম হারুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, স্বাগত বক্তব্য দেন সিএমএসএফের বোর্ড অব গভর্নেন্সের সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমান।

এছাড়া সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলীসহ পুঁজিবাজারের বিভিন্ন অংশিজনরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:২৩ অপরাহ্ণ | বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(11387 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।