নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৯ মে ২০২১ | প্রিন্ট | 277 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রাইম ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামীকাল বেলা ১১টায় ডিজিটাল প্লাট ফর্মে এ কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা এজিএমে সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হবে।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ২ হাজার ৫০০ কোটি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১৩২ কোটি ২৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৪৭৭টি। এর মধ্যে ৩৯.০২ শতাংশ পরিচালক, ৩৩.৫২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.৪৪ শতাংশ বিদেশি এবং ২৭.০২ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। বর্তমানে রিজার্ভে রয়েছে ১ হাজার ৪০২ কোটি ৮৫ লাখ টাকা।
৩১ মার্চ ২০২১ (জানুয়ারি-মার্চ ২০২১) সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (কনসোলেটেড) হয়েছে ১.৩৪ টাকা একই সময় আগের বছর ছিল ০.৪৬ টাকা। এ সময় শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ২৬.৩৫ টাকা। আগের বছর ছিল ২৫.১১ টাকা।
Posted ৫:২১ অপরাহ্ণ | বুধবার, ১৯ মে ২০২১
bankbimaarthonity.com | rina sristy