বিবিএনিউজ.নেট | শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট | 1078 বার পঠিত
দ্রুতই কাটছে প্রোগ্রেসিভ লাইফের অচলাবস্থা। পরিচালকদের পাল্টাপাল্টি রিটে বন্ধ থাকা প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কার্যক্রম শুরু ও বার্ষিক সাধারণ সভা শিগগিরই অনুষ্ঠিত হচ্ছে। চলতি বছরের মার্চ মাসেই পরিচালকদের বিষয়টি নিষ্পত্তি হতে যাচ্ছে, ফলে আগামী জুন মাসের মধ্যে গ্রাহক-বিনিয়োগকারীদের আশার কথা শোনাতে পারবো বলে মনে করি’- বলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা দিপেন কুমার সাহা এফসিএ। সম্প্রতি অনলাইন নিউজ পোর্টাল বিবিএনিউজ.কমকে দেয়া সাক্ষাতে এমনটাই জানান এই কর্মকর্তা।
জানা যায়, প্রতিষ্ঠানটির পরিচালকদের চেয়ারম্যান পদ নিয়ে অভ্যন্তরীণ দ্ব›েদ্বর কারণে ২০১৪ সাল থেকে প্রোগ্রেসিভ লাইফের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। আর্থিক প্রতিবেদন দাখিল করতে না পারা ও এজিএম ব্যর্থতার কারণে নিয়মিত বিএসইসির জরিমানার কবলে পড়তে হচ্ছে কোম্পানিকে। এর জেরে ২০১৫ সালে বড় ধরনের জরিমানার মধ্যে পড়ে প্রোগ্রেসিভ লাইফ কোম্পানি। সে সময় প্রতিষ্ঠানটির প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই মধ্যে পেরিয়ে গেছে চারটি বছর। এখন পর্যন্ত এ নিয়ে কোনো সুরাহা করতে পারেনি প্রতিষ্ঠানটি। ফলে গ্রাহক ও বিনিয়োগকারীদের ভাগ্য একপ্রকার ঝুলে রয়েছে। চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতেও হিমশিম খেতে হচ্ছে ব্যবস্থাপনা পর্ষদকে। তবে শিগগিরই প্রতিষ্ঠানটির এমন অচলাবস্থা কাটবে বলে আশা প্রকাশ করেন কোম্পানির মুখ্য কর্মকর্তা। এর ফলে আবারো বিনিয়োগকারী ও গ্রাহকদেও মাঝে পুরোদ্যমে কার্যক্রম শুরু করে তাদের মুখে হাসি ফোটাতে পারবেন বলে জানান এই কর্মকর্তা।
Posted ৩:১২ অপরাহ্ণ | শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed