নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৪ মার্চ ২০২১ | প্রিন্ট | 561 বার পঠিত
সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে জমা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের ঘোষিত বোনাস শেয়ার। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোনাস শেয়ার বুধবার (২৪ মার্চ) শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে। এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নেয়। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।
সিমেন্ট খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৭৮ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৩৫৩ কোটি ১৫ লাখ টাকা। এ কোম্পানির ৭ কোটি ৮২ লাখ ৩৪ হাজার ৭৩১টি শেয়ারের মধ্যে ৩০.০৩ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৭.২৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৫২.৭০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
Posted ১২:৩৬ অপরাহ্ণ | বুধবার, ২৪ মার্চ ২০২১
bankbimaarthonity.com | saed khan