নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩০ মে ২০২০ | প্রিন্ট | 336 বার পঠিত
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এর মহাব্যবস্থাপক (জিএম)। আজ শনিবার (৩০ মে) ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিডিবিএল এর সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এমারত হোসেন নামের এক জ্যেষ্ঠ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বিডিবিএল এর লোন ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কর্মরত আছেন। এই মুহুর্তে তার চেম্বার পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। দুই দিন আগে তিনি কুর্মিটোলা হাসপাতালে করোনা পরীক্ষা করিয়ছিলেন। তার টেস্ট রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ এসেছে বলে জানা গেছে। এখন তিনি নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন।
বিভিন্ন ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৭ জন ব্যাংকার মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা মারা যান। পাশাপাশি এখন পর্যন্ত প্রায় ৬০ জন ব্যাংকার প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রামিত হয়েছেন।
Posted ২:৫৬ অপরাহ্ণ | শনিবার, ৩০ মে ২০২০
bankbimaarthonity.com | saed khan