নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৫ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 464 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের নারাণগঞ্জ পাওয়ার প্লান্ট ইউনিট ওয়ানের বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) মেয়াদ শেষ হয়েছে। গত ৩১ মার্চ কোম্পানিটির এই চুক্তির মেয়াদ শেষ হয়েছে।
ইতোমধ্যে এই প্রকল্পের মেয়াদ ৫ বছর বাড়ানোর জন্য আবেদন করেছে সামিট পাওয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জনা গেছে।
সূত্র জানায়, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আবেদন করেছে। কোর্ট নির্দেশ দিয়েছে কোম্পানি দুইটির মধ্যে মামলা মোকদ্দমা শেষ না হওয়া পরযন্ত চুক্তি বাড়ানো যাবে।
বিপিডিবি জানিয়েছে, সামিট নারাণগঞ্জ পাওয়ার প্লান্ট ইউনিট ওয়ানের উৎপাদন গত ১ এপ্রিল থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- এক হাজার ৫০০ কোটি টাকা এবং এক হাজার ৬৭ কোটি ৮৮ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ এক হাজার ৭৭১ কোটি ৫৯ লাখ টাকা। এ কোম্পানির ১০৬ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ২৩৯টি শেয়ারের মধ্যে ৬৩.২১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৯.৬৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৩.৬৫ শতাংশ বিদেশি এবং ১৩.৪৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
এদিকে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ১ টাকা ৪৪ পয়সা ছিল।
দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৮১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ৮৪ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৩২ টাকা ৪১ পয়সা।
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | saed khan