নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট | 420 বার পঠিত
করোনা ভাইরাস সংক্রমণের শঙ্কায় প্রধামন্ত্রীর কার্যালয়ের নির্দেশে বহুল প্রত্যাশিত বীমা মেলা স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ(আইডিআরএ)। গতকাল আইডিআরএ’র সদস্য মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মইনুল ইসলাম বলেন, বীমা মেলায় ব্যবহারের জন্য বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র চলতি মাসের ২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত ৩ দিনের জন্য বুকিং দেয়া হয়। কিন্তু করোনা মহামারী এড়াতে মেলা সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। এজন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বুকিং বাতিল করা হয়। বাতিল সংক্রান্ত একটি চিঠিও ইস্যু করা হয়। চিঠির অনুলিপি বীমা মেলা আয়োজন বিষয়ক সকল উপকমিটির আহ্বায়ক, সদস্য সচিব, অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব(বীমা), সিনিয়র সচিবের একান্ত সচিব, আইডিআরএ চেয়ারম্যানের একান্ত সচিব ও সদস্যগণের একান্ত সচিবের কাছে পাঠানো হয়।
এ প্রসঙ্গে আইডিআরএ’র সদস্য মইনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বীমা মেলা আয়োজনের প্রস্তুতি দীর্ঘদিনের। কিন্তু দেশ এখনো করোনা ভাইরাস মুক্ত হয়নি। এজন্য সংক্রমণ এড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে মেলা স্থগিত করা হয়েছে।
Posted ৯:৩৯ অপরাহ্ণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১
bankbimaarthonity.com | motaleb hossen