নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | প্রিন্ট | 192 বার পঠিত
বে-মেয়াদি বন্ড (পারপেচ্যুয়াল বন্ড) ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেড। এই বন্ডের মাধ্যমে বাজার থেকে ৭০০ কোটি টাকা সংগ্রহ করবে ব্যাংকটি। বুধবার (১৪ অক্টোবর) ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত সাউথইস্ট ব্যাংকের ৬৩৯তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাউথইস্ট ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, ব্যাংকের টিয়ার-১ মূলধন বাড়ানোর লক্ষ্যে আলোচিত বন্ড ছেড়ে টাকা উত্তোলন করা হবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে সিদ্ধান্তটি কার্যকর হবে।
Posted ১১:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
bankbimaarthonity.com | saed khan