বিবিএনিউজ.নেট | বুধবার, ২২ জানুয়ারি ২০২০ | প্রিন্ট | 435 বার পঠিত
পদোন্নতি পেয়ে ব্যাংক এশিয়া লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হয়েছেন এসএম ইকবাল হোছাইন। এর আগে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে ব্যাংকটির ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড এক্সপোর্ট ফিন্যান্স ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।
১৯৮৪ সালে সোনালী ব্যাংকে যোগদানের মাধ্যমে এসএম ইকবাল হোছাইনের ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। কলকাতা শাখায় পাঁচ বছরসহ সোনালী ব্যাংকে ১৮ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন শাখায় কাজ করে বহুমুখী ব্যাংকিং অভিজ্ঞতা অর্জন করেন।
তিনি ২০০৩ সালে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে ব্যাংক এশিয়ার প্রিন্সিপাল অফিস শাখার ম্যানেজার অপারেশন্স পদে যোগদান করেন। ব্যাংক এশিয়ায় ১৭ বছরের পথচলায় তিনি প্রিন্সিপাল শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ও বিভাগে দায়িত্ব পালন করেন এবং ব্যাংকের অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখেন।
ইকবাল হোছাইন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময় জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে তিনি ব্যাংকিংবিষয়ক উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
Posted ১:২১ অপরাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed