নিজস্ব প্রতিবেদক: | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 101 বার পঠিত
এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ০৯ এপ্রিল ব্যাংক এশিয়ার শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে।
এর আগে ৪ ও ৫ এপ্রিল এ কোম্পানির শেয়ার স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ক্যাশ হিসেবে ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ৮২ পয়সা।
এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৪১ পয়সা।
এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৩ টাকা ৩৩ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৮২ পযসা।
এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ১২ টাকা ২৩ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ডসংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩০ এপ্রিল ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।
উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ২ টাকা ৩৪ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৩ পয়সা।
আলোচ্য বছরে শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৫ টাকা ২৩ পয়সা।
Posted ১২:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩
bankbimaarthonity.com | saed khan