রবিবার ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

ব্যাপক দরপতনে লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক :   |   মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   77 বার পঠিত

ব্যাপক দরপতনে লেনদেন কমেছে

আজ ২৮ নভেম্বর ব্যাপক দরপতনে লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে বেলা ১১টা ৫৬ মিনিটট পর্যন্ত সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু এরপরই একটানা দপনপতন ঘটে। দিনশেষে প্রধান সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২৮ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৬.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০২.৮১ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৬.৬০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ০৯৯.৩৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির , কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৮.০৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১০ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার ৫০৬টি শেয়ার ৯৫ হাজার ৭১৮ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ২৯৭ কোটি ২০ লাখ ৫২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৭ নভেম্বর ডিএসইতে ১৩ কোটি ১৭ লাখ ৫২ হাজার ৩০৩টি শেয়ার ১ লাখ ২৩ হাজার ৮৮৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৬৯ কোটি ৯৬ লাখ ০৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭২ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৯ শতাংশ বা ১৬.৭৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৪০৫.৭৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৪ কোটি ৬৮ লাখ ০৯ হাজার ৫২৬ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫ কোটি ৩৮ লাখ ৪১ হাজার ৬৯ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭০ লাখ ৩১ হাজার ৫৪৩ টাকা।

 

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৪:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।