বিবিএ নিউজ.নেট | সোমবার, ১৪ জুন ২০২১ | প্রিন্ট | 237 বার পঠিত
প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল ৫৫ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৪ কোটি টাকা লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর ৮৮ লাখ ৪২ হাজার ৮৫০টি শেয়ার ৯৫ বার হাত বদল হয়েছে। যার মোট মূল্য ৩৪ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি ১ লাখ ৪৮ হাজার টাকার লেনদেন হয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ২৮ লাখ ১৯ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার টাকার লেনদেন হয়েছে এশিয়া ইন্স্যুরেন্সের।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া, বারাকা পাওয়ার, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, বিবিএস ক্যাবলস, বিডি ফিন্যান্স, বিডি থাই অ্যালুমিনিয়াম, বিকন ফার্মা, সিটি ব্যাংক, ঢাকা ডাইং, ডিবিএইচ, ঢাকা ব্যাংক, ডরিন পাওয়ার, ডাচ-বাংলা ব্যাংক, ই- জেনারেশন, এমারেল্ড অয়েল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, ইনডেক্স অ্যাগ্রো, ইসলামী ব্যাংক, কাট্টালি টেক্সটাইল, লুব-রেফ বাংলাদেশ, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, মুন্নু ফেব্রিক্স, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, পূবালী ব্যাংক, কুইন সাউথ টেক্সটাইল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রিং শাইন টেক্সটাইল, রানার অটোমোবাইলস, রূপালী ব্যাংক, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, এসএস স্টিল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।
Posted ৬:২৫ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুন ২০২১
bankbimaarthonity.com | rina sristy