বিবিএ নিউজ.নেট | বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ | প্রিন্ট | 245 বার পঠিত
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বড় উত্থান হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এর মধ্যে দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচকটি ৩ বছর ৩ মাসের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠে আসে। আর টাকার অঙ্কে লেনদেন চার মাসের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০১.০২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৯৮৫.৮১ পয়েন্টে। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ১৫ জানুয়ারি ডিএসইএক্স সূচকটি এ অবস্থানে ছিল।
আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪.৪১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৯.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ২৮৫.০১ পয়েন্টে এবং ২ হাজার ১৮৯.৭৩ পয়েন্টে।
আজ ডিএসইতে ২ হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে গতকালের লেনদেন চার মাস ১০ দিন বা ৮৭ কার্যদিবসের মধ্যে সবচেয়ে বেশি। ডিএসইতে এর আগে চলতি বছরের ১৭ জানুয়ারি লেনদেন হয়েছিল ২ হাজার ৩৮৪ কোটি টাকা।
ডিএসইতে আজ ৩৬৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৬৩টির বা ৪৪.৭৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৪৩টির বা ৩৯.২৯ শতাংশের এবং বাকি ৫৮টির বা ১৫.৯৪ তাংশের দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭৭.২২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭ হাজার ৩৪৭.৪০ পয়েন্টে।
সিএসইতে আজ ২৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টির দর বেড়েছে, কমেছে ১২৫টির আর ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১০৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Posted ৫:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
bankbimaarthonity.com | rina sristy