বিবিএ নিউজ.নেট | মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | প্রিন্ট | 277 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিংয়ের সহযোগী কোম্পানি সালেক টেক্সটাইল লিমিটেডের ফেব্রিক্স ইউনিটে গত ৪ এপ্রিল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোম্পানিটির প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যা ফায়ার ইন্স্যুরেন্সের অধীনে রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সহযোগী কোম্পানির ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে এমন তথ্য জানায় মালেক স্পিনিং মিলস।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি খুব অল্প সময়ের মধ্যে পুনরায় উৎপাদন শুরু করার চেষ্টা করছে। গত ৪ এপ্রিল সালেক টেক্সটাইলে অগ্নিকাণ্ডের পর কোম্পানিটি বিষয়টি বিএসইসি, ডিএসই ও সিএসইকে জানায়। সালেক স্পিনিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি ওয়েভিং ফ্যাক্টরির মধ্যে একটির যন্ত্রপাতি, ফ্যাক্টরি শেড, এসি প্লান্টস ও ইয়ার্ন এবং ফেব্রিক্সের ক্ষতিগ্রস্ত হয়।
কোম্পানির আরেকটি ওয়েভিং ফ্যাক্টরি বর্তমানে উৎপাদন শুরু করেছে, যেখানে ৪২ শতাংশ উৎপাদন ক্ষমতা রয়েছে।
ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৭-৮ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। সালেক স্পিনিংয়ের কারখানাটি ফায়ার ইন্স্যুরেন্সের অধীনে রয়েছে।
প্রসঙ্গত, কোম্পানিটিতে মালেক স্পিনিংয়ের ৯৭.৯২৫ শতাংশ মালিকানা রয়েছে।
Posted ৫:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
bankbimaarthonity.com | rina sristy