বিবিএনিউজ.নেট | রবিবার, ১০ মার্চ ২০১৯ | প্রিন্ট | 785 বার পঠিত
যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ ভুট্টা উৎপাদক ও রফতানিকারক দেশ। তবে অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য দেশটি প্রতি বছর আন্তর্জাতিক বাজার থেকে উল্লেখযোগ্য পরিমাণ ভুট্টা আমদানি করে থাকে। ২০১৬ ও ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের বাজারে কৃষিপণ্যটির আমদানিতে মন্দাভাব বজায় ছিল। এ ধারাবাহিকতায় সর্বশেষ ২০১৮ সালেও দেশটিতে ভুট্টা আমদানি আগের বছরের তুলনায় কমেছে।
স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা আন্তর্জাতিক বাজার থেকে সাকল্যে এক কোটি বুশেল (প্রতি বুশেলে ৬০ পাউন্ড) ভুট্টা আমদানি করেছিল। এর থেকে দেশটির ভুট্টা আমদানি খাতে ধারাবাহিক উত্থান-পতন দেখা গেছে। তবে ২০১২ সালে এসে যুক্তরাষ্ট্রের বাজারে কৃষিপণ্যটির আমদানিতে বড় ধরনের চাঙ্গাভাব দেখা যায়। ওই সময় যুক্তরাষ্ট্রে মোট ১৬ কোটি বুশেল ভুট্টা আমদানি হয়েছিল। এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভুট্টা আমদানির সর্বোচ্চ রেকর্ড। পরের বছরই দেশটিতে কৃষিপণ্যটির আমদানি কমে দাঁড়ায় ৩ কোটি ৬০ লাখ বুশেলে।
২০১৫ সালে এসে যুক্তরাষ্ট্রে ভুট্টা আমদানির সম্মিলিত পরিমাণ দাঁড়ায় ৬ কোটি ৮০ লাখ বুশেলে। ২০১৬ সালে তা আরো কমে ৫ কোটি ৭০ লাখ বুশেলে নেমে আসে। ২০১৭ সালে ৫ কোটি ৭০ লাখ বুশেলের সামান্য কম ভুট্টা আমদানি হয়েছিল। এ ধারাবাহিকতায় সর্বশেষ ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে ভুট্টা আমদানি আরো কমে ৩ কোটি ৬০ লাখ বুশেলে নেমে এসেছে।
সূত্র: এগ্রিমানি ও ওয়ার্ল্ডগ্রেইনডটকম
Posted ২:২০ অপরাহ্ণ | রবিবার, ১০ মার্চ ২০১৯
bankbimaarthonity.com | Sajeed