নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ জুলাই ২০২১ | প্রিন্ট | 274 বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও বেড়েছে। একই সঙ্গে বেড়েচে অর্ধিকাশ কোম্পানির শেয়ার দর ও বাজার মূলধন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৭০৬ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬ হাজার ৪১০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২৯৫ কোটি ৭৮ লাখ টাকার বা ৪.৬১ শতাংশ লেনদেন বেড়েছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৯৪ দশমিক ৫৯ পয়েন্ট বা ১ দশমিক ৫২ শতাংশ বেড়েছে।
আলোচিত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৬ দশমিক ৬৯ পয়েন্ট বা ১ দশমিক ১৯ শতাংশ বেড়ে ২ হাজার ২৭৪ দশমিক ৯১ পয়েন্টে উঠেছে।
অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক বেড়েছে ১৭.৮১ পয়েন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহে ৩৮১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৬৭টির, কমেছে ৯৪টির। আর ১৬টির দাম ছিল অপরিবর্তিত।
এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৮৯ কোটি ৬৪ লাখ ১৩ হাজার টাকা বা ১ দশমিক ৫৬ শতাংশ। সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৭ হাজার ১৮২ কোটি ১৮ লাখ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ২৫ হাজার ২৭১ কোটি ৮২ লাখ টাকায়।
Posted ১২:১১ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan