নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | 132 বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৪.৯২ শতাংশ বেড়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ২৬৩ কোটি ৫ লাখ ৩৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫২ কোটি ৬১ লাখ ৭ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৪ দশমিক ৬৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৩ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৬৭ লাখ ১২ হাজার টাকা।
জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৩ দশমিক ২৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৪ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী আঁশ, নর্দার্ণ জুট, এমবি ফার্মা, ইউনিয়ন ক্যাপিটাল, মুন্নু অ্যাগ্রো, বিডি থাই ফুড এবং এগ্রিকালচারাল মার্কেটেং কোম্পানি (প্রাণ)।
Posted ১২:৫১ অপরাহ্ণ | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan