নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট | 137 বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৫.২৯ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
জানা যায়, আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ২১ কোটি ৮ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৪ দশমিক ৭৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৯ কোটি ৭০ লাখ ৭৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯৪ লাখ ১৫ হাজার টাকা।
আমরা নেটওয়ার্কস লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৪ দশমিক ৪৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৮৪ কোটি ৩৮ লাখ ২৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬ কোটি ৮৭ লাখ ৬৫ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেঙ্গল উেইন্ডসোর থার্মোপ্লাস্টিক, জেমিনি সী ফুড, বিকন ফার্মা, ফাইন ফুডস, অ্যাপেক্স ফুডস, ইউনিক হোটেল ও সোনালী আঁশ ই্ডাস্ট্র্রিজ লিমিটেড।
Posted ৬:৩১ অপরাহ্ণ | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan