নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৩ এপ্রিল ২০২২ | প্রিন্ট | 209 বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৭-২১ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর কমেছে ৪ খাতের। খাতগুলো হলো- পাট, সাধারণ বিমা, জীবন বিমা এবং পেপার ও প্রিন্টিং খাত। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।
জানা যায়, খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছেন পাট খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ২ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন সাধারণ বিমা খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ১.২০ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন জীবন বিমা খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ০.৫০ শতাংশ।
সর্বশেষ পেপার ও প্রিন্টিং খাতের বিনিয়াগকারীর ০.২০ শতাংশ লোকসান গুণছেন।
বিদায়ী সপ্তাহে ট্যানারী খাতের দর অপরিবর্তিত ছিল।
Posted ২:১৪ অপরাহ্ণ | শনিবার, ২৩ এপ্রিল ২০২২
bankbimaarthonity.com | saed khan