| বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 221 বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) ক্লিয়ারেন্স না পাওয়ায় বীমা খাতের কোম্পানি সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (২৬ এপ্রিল) বিএসইসি থেকে এ সংক্রান্ত একটি চিঠি কোম্পানির চেয়ারম্যান এবং সিইও বরাবর প্রেরণ করা হয়েছে বলে বিএসইসি সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছিল। কোম্পানির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করেছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
আইপিওর টাকা দিয়ে কোম্পানির নামে ফ্ল্যাট কেনা, এফডিআরে বিনিয়োগ, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও ব্যয় খরচ করবে বলে প্রসপেক্টাসে জানানো হয়েছিল।
প্রসপেক্টাস অনুসারে, ৩১ ডিসেম্বর, ২০২১ সালে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ১ টাকা ১৯ পয়সা। ওই বছর কোম্পানির প্রিমিয়াম বাবদ নিট আয় হয়েছিল ১১ কোটি ৮৬ লাখ ৭৪ হাজার ৯৫৩ টাকা। তার মধ্যে বিমা দাবি পরিশোধ করেছে ১৪ লাখ ৮৮ হাজার ৯৬৫ টাকা। তাতে কোম্পানির প্রকৃত সম্পদের মূল্য দাঁড়িয়েছে ২২ টাকা ৭৪ পয়সা। কোম্পানিটি ২০১৩ সালে ব্যবসা শুরু করে।
Posted ৫:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
bankbimaarthonity.com | rina sristy