নিজস্ব প্রতিবেদক : | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 56 বার পঠিত
আজ ১৭ অক্টোবর সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে প্রধান সূচকের উত্থানে টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৮.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৩.৭১ পয়েন্ট।
আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২.৩২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৮.২৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.৬৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
আজ ডিএসইতে ৯ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার ১৫৯টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৬৩৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৭২ কোটি ২১ লাখ ৫১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৬ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ২.০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৫.১৫ পয়েন্ট।
আর ডিএসই শরিয়াহ সূচক ১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৮৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৬.৪৩ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৬টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয় ১৭৫টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২০.৬৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।
গত কার্যদিবসে ডিএসইতে ৭ কোটি ৪২ লাখ ৬ হাজার ৮৮টি শেয়ার ১ লাখ ১৮ হাজার ৮১৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৭৬ কোটি ৭ লাখ ৬৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯৬ কোটি ১৩ লাখ ৮৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ১৯.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৬০.৬৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া ১৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
আজ দিন শেষে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৪ লাখ ৭৪ হাজার ৯৮১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৮৪ লাখ ৯ হাজার ৬৩৩ টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০ কোটি ১৯ লাখ ৩৪ হাজার ৬৫২ টাকা।
Posted ৪:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | saed khan