| সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 6 বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি। কোম্পানিগুলো হলো- ওয়াটা কেমিক্যাল, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল, কহিনুর কেমিক্যাল, এটলাস বাংলাদেশ, ফাস ফাইন্যান্স, হামিদ ফেব্রিক্স এবং এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিলোর মধ্যে আগামীকাল ও ২৭ নভেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ওয়াটা কেমিক্যাল, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল, কহিনুর কেমিক্যাল, হামিদ ফেব্রিক্স এবং এবি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড। রেকর্ড ডেটের কারণে আগামী ২৮ নভেম্বর এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
অপরদিকে, আগামীকাল থেকে ২৮ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে এটলাস বাংলাদেশ ও ফাস ফাইন্যান্স। রেকর্ড ডেটের কারণে আগামী ১ ডিসেম্বর এই দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকাীদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ৭১ পয়সা।
আগামী ৩১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
কহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড : কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৫০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ৬০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্তা অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১১ টাকা ১৯ পয়সা আয় হয়েছিল।
আগামী ১৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
হামিদ ফেব্রিক্স পিএলসি : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য শুন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ৪ টাকা ৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৩ টাকা ৬৬ পয়সা।
আগামী ২৬ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
ওয়াটা কেমিক্যালস : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৩ টাকা ৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬১ টাকা ৬০ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধাণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩৮ পয়সা আয় হয়েছে। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৭৩ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ১২ পয়সা।
আগামী ২৭ জানুয়ারি, ২০২৫ তারিখে বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
ফাস ফাইন্যান্স ৩ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৩৭ পয়সা। আগের অর্থবছরে লোকসান হয়েছিল ৪৭ টাকা ৮৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য হয়েছে ১০৫ টাকা ৪২ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি ঋণাত্মক এনএভিপিএসছিল ৮৬ টাকা ১৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এটলাস বাংলাদেশ : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা দিয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ১ পয়সা। আগের অর্থবছরে লোকসান হয়েছিল ২ টাকা ৯৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১৪ টাকা। আগের অর্থবছরে এনএভিপিএসছিল ১১৬ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এবি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা
এবি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ড : এবি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি অর্ধবার্ষিক কুপন রেট ১০% ঘোষণা করেছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১২ জুন পর্যন্ত সময়ে এই কুপন রেট ঘোষণা করা হয়েছে।
Posted ২:২৯ অপরাহ্ণ | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan