নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ জুলাই ২০২১ | প্রিন্ট | 242 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক : সংশ্লিষ্ট ইউনিটিহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ২ মিউচ্যুয়াল ফান্ড। এগুলো হলো- ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড এবং ক্যাপিটেক পদ্মা ইউনিট ফান্ড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বে-মেয়াদী (ওপেন ইন্ড) মিউচুয়াল ফান্ড ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই ফান্ডের ইউনিটহোল্ডাররা সর্বশেষ হিসাববছরের (জুলাই’২০-জুন’২১) জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন। গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
সর্বশেষ বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ২ টাকা ১০ পয়সা।
গত ৩০ জুন এই লভ্যাংশের রেকর্ড তারিখ ছিল। অর্থাৎ চলতি বছরের ৩০ জুন তারিখে যাদের কাছে ফান্ডটির ইউনিট ছিল, তারা-ই ওই লভ্যাংশ পাবেন।
এদিকে, বে-মেয়াদী (ওপেন ইন্ড) মিউচুয়াল ফান্ড ক্যাপিটেক পদ্মা প্রভিডেন্ট ফান্ড শরীয়াহ ইউনিট ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই ফান্ডের ইউনিটহোল্ডাররা সর্বশেষ হিসাববছরের (জুলাই’২০-জুন’২১) জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন। গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
সর্বশেষ বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৭২ পয়সা।
গত ৩০ জুন এই লভ্যাংশের রেকর্ড তারিখ ছিল। অর্থাৎ চলতি বছরের ৩০ জুন তারিখে যাদের কাছে ফান্ডটির ইউনিট ছিল, তারা-ই ওই লভ্যাংশ পাবেন।
Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৮ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan