শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Ad
x

৫ শতাংশের বেশি দর বেড়েছে অধিকাংশ ঝুঁকিপূর্ণ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   238 বার পঠিত

৫ শতাংশের বেশি দর বেড়েছে অধিকাংশ ঝুঁকিপূর্ণ কোম্পানির

সপ্তাহের প্রথম কার্যদিবসে (২৯ আগস্ট) ৫ শতাংশের বেশি দর বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪টি কোম্পানির। কোম্পানিগুলো হলো – আজিজ পাইপস, মুন্নু ফেব্রিক্স, রহিমা ফুড, দেশবন্ধু পলিমার, নর্দার্ণ জুট, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, বিডি অটোকার্স, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, শাহজিবাজার পাওয়ার, দুলামিয়া কটন, আমান ফিড, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ এবং তমিজউদ্দিন টেক্সটাইলস মিলস। এরমধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার, আমান ফিড ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ছাড়া বাকি সবগুলোই দুর্বল ও ঝুঁকিপূর্ণ কোম্পানি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ২৯ আগস্ট রোববার সবচেয়ে বেশি দর বেড়েছে আজিজ পাইপসের। গত বৃহস্পতিবার আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪০ টাকা ১০ পয়সা। রোববার প্রতিষ্ঠানটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১৫৩ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর ১৩ টাকা ৮০ পয়সা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে।

মুন্নু ফেব্রিক্স : গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২৫ টাকা ৯০ পয়সায়। রোববার প্রতিষ্ঠানটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২৮ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ রোববার প্রতিষ্ঠানটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৬৫ শতাংশ বেড়েছে।

রহিমা ফুড : গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২৪ টাকা ৭০ পয়সায়। রোববার প্রতিষ্ঠানটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৩৫৩ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর ২৮ টাকা ৪০ পয়সা বা ৮.৭৫ শতাংশ বেড়েছে।

দেশবন্ধু পলিমার : গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯ টাকা ৪০ পয়সায়। রোববার প্রতিষ্ঠানটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২১ টাকায়। অর্থাৎ রোববার প্রতিষ্ঠানটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৮.২৫ শতাংশ বেড়েছে।

নর্দার্ণ জুট : গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১৪ টাকা ৮০ পয়সায়। রোববার প্রতিষ্ঠানটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৩৩৭ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর ২৩ টাকা ১০ পয়সা বা ৭.৩৪ শতাংশ বেড়েছে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স : গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৬ টাকা ৪০ পয়সায়। রোববার প্রতিষ্ঠানটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৬০ টাকা ২০ পয়সায়। অর্থাৎ রোববার প্রতিষ্ঠানটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৬.৭৪ শতাংশ বেড়েছে।

বিডি অটোকার্স : গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪৭ টাকা ২০ পয়সায়। রোববার প্রতিষ্ঠানটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১৫৭ টাকা ১০ পয়সায়। অর্থাৎ রোববার প্রতিষ্ঠানটির শেয়ার দর ৯ টাকা ৯০ পয়সা বা ৬.৭৩ শতাংশ বেড়েছে।

মোজাফফর হোসেন স্পিনিং মিলস : গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩ টাকা ২০ পয়সায়। রোববার প্রতিষ্ঠানটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২৪ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ রোববার প্রতিষ্ঠানটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৬.৪৭ শতাংশ বেড়েছে।

শাহজিবাজার পাওয়ার : গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৬ টাকা ৯০ পয়সায়। রোববার প্রতিষ্ঠানটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১১৩ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ রোববার প্রতিষ্ঠানটির শেয়ার দর ৬ টাকা ৯০ পয়সা বা ৬.৪৫ শতাংশ বেড়েছে।

দুলামিয়া কটন : গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৮ টাকা ৩০ পয়সায়। রোববার প্রতিষ্ঠানটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৭২ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ রোববার প্রতিষ্ঠানটির শেয়ার দর ৪ টাকা ১০ পয়সা বা ৬ শতাংশ বেড়েছে।

আমান ফিড : গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৭২ টাকা ১০ পয়সায়। রোববার প্রতিষ্ঠানটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৭৬ টাকা ১০ পয়সায়। অর্থাৎ রোববার প্রতিষ্ঠানটির শেয়ার দর ৪ টাকা বা ৫.৫৫ শতাংশ বেড়েছে।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স : গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭ টাকা ১০ পয়সায়। রোববার প্রতিষ্ঠানটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৪৯ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ রোববার প্রতিষ্ঠানটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৫.৫২ শতাংশ বেড়েছে।

জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ : গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৯ টাকা ৪০ পয়সায়। রোববার প্রতিষ্ঠানটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১৩৬ টাকা ১০ পয়সায়। অর্থাৎ রোববার প্রতিষ্ঠানটির শেয়ার দর ৬ টাকা ৭০ পয়সা বা ৫.১৮ শতাংশ বেড়েছে।

তমিজউদ্দিন টেক্সটাইলস মিলস : গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৯০ টাকায়। রোববার প্রতিষ্ঠানটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৯৪ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ রোববার প্রতিষ্ঠানটির শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বা ৫ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box
top-1
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১২:২৪ অপরাহ্ণ | সোমবার, ৩০ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।