নিজস্ব প্রতিবেদক: | বুধবার, ২৬ জুলাই ২০২৩ | প্রিন্ট | 99 বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো: ডেল্টা লাইফ ইন্সুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ), ইসলামী ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং বাটা সু। কোম্পানিগুলোর বোর্ড সভায় ডিভিডেন্ড ও দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৩১ জুলাই, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ৩০ জুলাই, ইসলামী ইন্স্যুরেন্সের ২৯ জুলাই, প্রাইম ইন্স্যুরেন্সের ৩১ জুলাই, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৩০ জুলাই, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩০ জুলাই, বাটা সু’র ৩১ জুলাই এবং ডেল্টা লাইফের ৩ আগস্ট অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে ডেল্টা লাইফের ২০১৯ থেকে ২০২১ সালের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
বাকি কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
Posted ৪:৪৮ অপরাহ্ণ | বুধবার, ২৬ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | saed khan