| শনিবার, ২৪ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 302 বার পঠিত
সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ নগদলভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সাধারণ বিনিয়োগকারীদের ২০০ শতাংশ লভ্যাংশ দিলেও উদ্যোক্তা পরিচালকরা নিলেন ৭৫ শতাংশ।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৪ টাকা ২১ পয়সা এবং চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৪ টাকা ৪৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম)আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
Posted ১০:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan