বিবিএনিউজ.নেট | মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ | প্রিন্ট | 537 বার পঠিত
জাতীয় শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতা ও সেবা পণ্যের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশনের (এনপিও) ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স এওয়ার্ড ২০১৮-এ বৃহৎ শিল্প (অন্যান্য) ক্যাটাগরিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে।
রোববার ঢাকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন-উর-রশিদ অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির কাছ থেকে পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল হালিম।
Posted ১:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
bankbimaarthonity.com | Sajeed