বিবিএনিউজ.নেট | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট | 694 বার পঠিত
গ্রাহকদের চাহিদা অনুযায়ী শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু করার সিদ্ধান্ত নিয়েছে মার্কেন্টাইল ব্যাংক। ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক অনুমতি পেয়েছে ব্যাংকটি। শিগগিরই এই উইন্ডো চালু করতে চায় তারা।
মঙ্গলবার মার্কেন্টাইল ব্যাংকের ৩৪৮তম বোর্ড সভায় ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু করার বিষয়ে একমত হন পর্ষদ।
শিগগিরই বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করে এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হবে। এরপর যেসব শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডো চালুর পরিকল্পনা আছে, সেগুলোর তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে চুড়ান্ত অনুমোদন চাওয়া হবে।
জানা গেছে, প্রথম পর্যায়ে ১০টি শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু করার পরিকল্পনা করেছে মার্কেন্টাইল ব্যাংক।
ইসলামী ব্যাংকিং উইন্ডো চালু হলে এর পাশাপাশি সাধারণ ব্যাংকিংও অব্যাহত থাকবে ব্যাংকটিতে।
এ বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান বলেন, শরিয়াভিত্তিক ব্যাংকিংয়ে বিশ্বাসী অনেক গ্রাহক রয়েছে আমাদের। অনেক সময় তারা প্রশ্ন করে মার্কেন্টাইল ব্যাংকে কেনো ইসলামী ব্যাংকিং নেই। গ্রাহকদের চাহিদা মেটাতেই আমরা বাংলাদেশ ব্যাংকে আবেদন করি। এ মাসের (সেপ্টেম্বর) প্রথম দিকে আমরা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি পেয়েছি। ডিসেম্বরের মধ্যে ইসলামী উইন্ডো পুরোপুরিভাবে চালু করতে পারবো বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ, ইসলাম ধর্মীয় নিয়ম নীতিতে গড়ে উঠা শরীয়াভিত্তিক ইসলামিক ব্যাংকিংয়ের পরিধি ক্রমেই বাড়ছে। দেশে ৫৯টি ব্যাংকের মধ্যে আমানত ও ঋণের হিসাবে দেখা গেছে এক-চতুর্থাংশই এখন ইসলামি ব্যাংকগুলোর দখলে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে পুরোদমে ইসলামি ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে ৮টি ব্যাংক। এ ছাড়া ৯টি প্রচলিত (কনভেনশনাল) ব্যাংকের ১৯টি শাখা এবং ৮টি প্রচলিত ব্যাংকের ২৫ উইন্ডোর মাধ্যমে ইসলামি ব্যাংকিং চলছে। এসব ব্যাংক, শাখা এবং উইন্ডোতে মোট আমানতের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৫৮ কোটি টাকা। যা দেশের সব ব্যাংকের মোট আমানতের ২৩ দশমিক ৭৭ শতাংশ। কিন্তু এক বছর আগেও এর পরিমাণ ছিল ২ লাখ ২৪ কোটি ৭৫৬ কোটি টাকা। সুতরাং বছরের ব্যবধানে ইসলামি ব্যাংকিংয়ে আমানতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় ১৩ শতাংশ। ২০১৪ সালে এর পরিমাণ ছিল ১ লাখ ৩৩ হাজার ৫৬০ কোটি টাকা।
Posted ২:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed