বিবিএনিউজ.নেট | শনিবার, ০২ নভেম্বর ২০১৯ | প্রিন্ট | 379 বার পঠিত
বাংলাদেশ ব্যাংক (বিবি) তফসিলি ব্যাংকসমূহকে ব্যাংকিং খাতে আমানত বৃদ্ধি এবং ক্ষুদ্র আমানতকারীদের ব্যাংকে আনার লক্ষ্য অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফিস সংক্রান্ত একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে।
বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তিতে সেভিংস অ্যাকাউন্টে গড়ে ১০ হাজার টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে কোনো প্রকার রক্ষণাবেক্ষণ ফিস কর্তন না করার নির্দেশ দেয়া হয়েছে। তবে ইতোপূর্বে ৫ হাজার টাকা পর্যন্ত জমার ক্ষেত্রে এ ফিস কাটা হতো না।
এছাড়া বিবি তফসিলি ব্যাংকসমূহকে কারেন্ট অ্যাকাউন্টসমূহে প্রত্যেক ছয় মাসে ইতোপূর্বে ৫০০ টাকার স্থলে বর্তমানে ৩০০ টাকা কর্তনের নির্দেশ প্রদান করেছে।
সেভিংস অ্যাকাউন্টসে গড়ে জমাকৃত ১০ হাজার থেকে ২৫ হাজার টাকায় সর্বোচ্চ ১০০ টাকা, ২৫ থেকে দুই লাখ সর্বোচ্চ ২০০, দুই লাখ থেকে ১০ লাখে সর্বোচ্চ ২৫০ ও ১০ লাখে সর্বোচ্চ ৩০০ টাকা কর্তনের নির্দেশ দিয়েছে।
Posted ১:২৯ অপরাহ্ণ | শনিবার, ০২ নভেম্বর ২০১৯
bankbimaarthonity.com | Sajeed