বিবিএনিউজ.নেট | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট | 425 বার পঠিত
সিটি ব্যাংকের সঙ্গে জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মস (আরজেএসসি) এর চুক্তি সই হয়েছে। সোমবার সিটি ব্যাংক থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়েছে। সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও আরজেএসসির রেজিস্ট্রার মো. জাকির হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
এ চুক্তির ফলে এখন থেকে আরজেএসসির সব ধরনের সেবার বিপরীতে নির্ধারিত মাশুল সিটি ব্যাংকের প্ল্যাটফরম ব্যবহার করে ডিজিটালি পরিশোধ করা যাবে। সহজে ব্যবসা করার সূচকে উন্নতি করতেই আরজেএসসি এ উদ্যোগ নিয়েছে। এর ফলে গ্রাহকদের আর ব্যাংকে যেতে হবে না, ঘরে বসেই সম্পন্ন করা যাবে পুরো কাজ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট তাহসিন হক, আরজেএসসির অতিরিক্ত রেজিস্ট্রার সন্তোষ কুমারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Posted ৩:৩৩ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed