মঙ্গলবার ৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলিম দারকে নিয়ে সাকলাইনের আবদার

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ১১ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   273 বার পঠিত

আলিম দারকে নিয়ে সাকলাইনের আবদার

আম্পায়ার হিসেবে অনেক বছরই আইসিসির এলিট প্যানেলে ছিলেন আলিম দার। প্রথম দিকে বেশ ভালো আম্পায়ার হিসবে সুনাম কুড়ালেও, শেষের দিকে এসে বিতর্কিত হয়ে ওঠেন। তবুও, পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাকলাইন মোস্তাক মনে করেন, আলিম দার হচ্ছেন অসাধারণ প্রতিভাবান এক আম্পায়ার। আইসিসি এবং পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) উচিৎ তাকে সম্মানিত করা।

আম্পায়ার হিসেবে এখনও আইসিসির পছন্দের শীর্ষে থাকেন আলিম দার। এখনও অনেক ভালো ভালো ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া হয় তাকে। সাকলাইন মোস্তাক বলেন, ‘আমি তাকে স্যলুট জানাই। সে একজন অসাধারণ কিংবদন্তী আম্পায়ার। যিনি ক্রিকেটে নিজেকে উজাড় করে দিয়েছেন। তিনি ক্রিকেট এবং আইসিসির বড় একজন দূত।’

কিভাবে আলিম দারকে সম্মান জানাতে পারে আইসিসি কিংবা পিসিবি? সে পথও বাতলে দিয়েছেন সাকলাইন। এক ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি কিছু স্টেডিয়ামের স্ট্যান্ড কিংবা স্টেডিয়ামগুলোতে আম্পায়ার্স রুমে নামকরণ করা যায় আলিম দারের নামে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবশ্যই এটা নিয়ে চিন্তা করা উচিৎ। আর আইসিসির অবশ্যই তাকে শ্রদ্ধা জানানো উচিৎ।’

৪৩ বছর বয়সী সাবেক এই স্পিনারকে সম্প্রতি পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারে ইন্টারন্যাশনাল প্লেয়ার্স ডেভেলপমেন্টের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি মনে করেন, সততার সঙ্গে খুবই শৃঙ্খলাপূর্ণ এক জীবন অতিবাহিত করছেন আলিম দার। সাকলাইন বলেন, ‘আমি মনে করি, তিনি অবশ্যই পাকিস্তানের সব আম্পায়ার এবং বিশ্বব্যাপি ক্রিকেট সমর্থকদের কাছে এক বড় অনুপ্রেরণার উৎস হতে পারেন।’

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ৩:৫০ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।