শুক্রবার ১০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তিনজনকেই দলে ফেরাল ইংল্যান্ড

বিবিএনিউজ.নেট   |   শুক্রবার, ২৪ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   284 বার পঠিত

তিনজনকেই দলে ফেরাল ইংল্যান্ড

দলের করোনা প্রটোকল ভঙ্গ না করলে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতেই খেলতে পারতেন জোফরা আর্চার। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে আসার আগে ঘণ্টাখানেকের জন্য নিজ বাড়িতে গিয়েই বাঁধান বিপত্তি। বাধ্য হয়েই তাকে দল থেকে বাদ দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। একইসঙ্গে জরিমানার পাশাপাশি দেয়া হয় মৌখিক সতর্কতা।

আর্চার নিয়ম ভেঙ্গে বাদ পড়লেও, বিশ্রাম দেয়া হয়েছিল অন্য দুই পেসার জেমস অ্যান্ডারসন ও মার্ক উড। প্রথম টেস্টে এ তিন পেসারকে ছাড়াই সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে দারুণ এক জয় পেয়েছিল ইংল্যান্ড। তবু সিরিজ নির্ধারণী শেষ টেস্টে তিনজনকেই দলে ফিরিয়েছে স্বাগতিকরা।

আজ শুক্রবার ওল্ড ট্র্যাফোর্ডেই সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচে একটি করে জিতেছে দুই দল। ফলে এ ম্যাচের জয়ী দলই পাবে শেষ উইজডেন ট্রফিটি।

এ ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইসিবি। দ্বিতীয় ম্যাচের ১৩ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুধু অনভিষিক্ত পেসার অলি রবিনসন। আর ফিরেছেন অ্যান্ডারসন ও উড। এছাড়া নিষিদ্ধ হওয়ার আগে আর্চারও ছিলেন দ্বিতীয় ম্যাচের ১৩ সদস্যের স্কোয়াডে।

তৃতীয় ও শেষ টেস্টের জন্য ইংল্যান্ড স্কোয়াড
জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রাওলি, স্যাম কুরান, অলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস এবং মার্ক উড।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১০:৩১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।