| শনিবার, ০৫ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট | 959 বার পঠিত
অপেক্ষার পালা শেষে নতুন বছরের শুরুতেই শুরু হচ্ছে ক্রিকেট আমেজ। আজ শনিবার থেকে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলের ষষ্ঠ আসর। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বেলা সাড়ে ১২টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।
আজ শনিবার থেকে শুরু হয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট শেষ হবে ফেব্রুয়ারির ৮ তারিখ ফাইনালের মধ্য দিয়ে। এবার প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। শনি থেকে বৃহস্পতিবার প্রথম ম্যাচ বেলা সাড়ে ১২টা আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে বিকেল ৫টা ২০ মিনিটে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারের সময়সূচি ভিন্ন। সেদিন প্রথম ম্যাচ বেলা ২টা এবং পরের ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে। গতবারের মতো এবারও খেলা হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।
ষষ্ঠ আসরে ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, খুলনা টাইটানস, রাজশাহী কিংস, চিটাগং ভাইকিংস এবং সিলেট সিক্সার্স মোট সাতটি দল অংশ নিচ্ছে। গেল ২৮ অক্টোবর প্লেয়ার ড্রাফট দিয়ে দল সাজিয়ে নেয় ফ্র্যাঞ্চাইজিগুলো।
এবার ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস), এলইডি স্টাম্প, ড্রোন ও স্পাইডার ক্যামেরা ব্যবহার হবে বিপিএলে। তাই টুর্নামেন্টের আকর্ষণও বেড়ে যাবে নিঃসন্দেহে।
Posted ১১:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed