নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৪ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 489 বার পঠিত
নন-করভারটেবল বন্ড ইস্যু করে ৫০০ কোটি টাকা সংগ্রহ সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। ৭ বছর মেয়াদী এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে আনসিকিউরড, নন-কনভার্টেবল, সাবঅর্ডিনেটেড বন্ড। আজ শনিবার অনুষ্ঠিত ব্যাংকের ২২৮তম পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ব্যাংকটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৭ বছরের জন্য বন্ডটি ইস্যু করা হবে। ব্যাংকটি মূলধন বৃদ্ধি (টায়ার-টু) ব্যাসেল থ্রি শর্ত পূরণের জন্য এই বন্ড ইস্যু করা হবে। তবে সব কিছু নির্ভর করছে নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনের উপর। বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ডের মাধ্যমে টাকা তুলবে ব্যাংকটি।
Posted ৮:৪৯ অপরাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan