নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 326 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির ঘোষণায় হতাশ হয়েছে বিনিয়োগকারীরা। কোম্পানিগুলো হলো- সাইহাম কটন লিমিটেড, সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড এবং জুট স্পিনার্স লিমিটেড।পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ৪ কোম্পানি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিনিয়োগকারীদের জন্য কোন লভ্যাংশ দেয়নি বস্ত্র খাতের প্রতিষ্ঠান সাইহাম কটন লিমিটেড। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৪ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৫ টাকা ৯৭ পয়সা।
আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ওদিন সকাল ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।
সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) করেছে ১ টাকা ১৬ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২ টাকা ৮৮ পয়সা। কোম্পানিটি লভ্যাংশ ঘোষণার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ১৯ নভেম্বর।
অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) করেছে ৫২ পয়সা। গত বছর অর্থাৎ (২০১৮-১৯) কোম্পানিটির ইপিএস হয়েছিল ৫৭ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৯৮ পয়সা।
শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ওদিন সকাল ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
জুট স্পিনার্স লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) করেছে ৪৫ টাকা ৪৩ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য লোকসান (এনএভিপিএস) হয়েছে ৩৪৮ টাকা ৯৯ পয়সা। কোম্পানিটি পরবর্তীতে বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা করবে। লভ্যাংশ দেওয়ার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
Posted ৯:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan