শনিবার ৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন আনিসুল হক

বিবিএনিউজ.নেট   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   389 বার পঠিত

সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন আনিসুল হক

প্রস্তাবিত দ্য সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান হ‌চ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রীর মা জাহানারা হকের মৃত্যুর কারণে ব্যাংকটির শেয়ারহোল্ডিং বা মালিকানায় পরিবর্তনের অনুমতি চাওয়া হয়েছিল। এতে সম্ম‌তি দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৯তম সভায় এ বিষয়ে অনুম‌তি দেয়া হয়। বোর্ড সভার সং‌শ্লিষ্ট সূত্র বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে।

সভায় প্রস্তা‌বিত সিটিজেন ব্যাং‌কের লেটার অব ইনটেন্টের (এলওআই) শর্তপূরণের সময়সীমা বাড়ানোর আবেদনও মঞ্জুর করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজ‌লে ক‌বি‌রের সভাপতিত্বে বোর্ড সভায় উপস্থিত ছিলেন- অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, আহমেদ জামাল, নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাসের ও মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

বোর্ড সভার সং‌শ্লিষ্টরা জানান, ব্যাংকের সাইবার নিরাপত্তা শক্তিশালী করতে সর্বোচ্চ সতর্কতার বিষয়ে ব্যাংকগুলোকে সচেতন করার কথা বলা হয়।

উল্লেখ, অর্থলুটের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে হামলার চেষ্টা চালাচ্ছে হ্যাকার গ্রুপ বিগল বয়েজ। বাংলাদেশেও গ্রুপটির হামলা চেষ্টার বিষয়ে গত ২৭ আগস্ট সতর্কবার্তা জারি করে বাংলাদেশ ব্যাংক। যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ওই সতর্কবার্তা জারি করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারির পর ব্যাংকগুলো সাইবার হামলা ঠেকাতে নানা ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি অনলাইন ও এটিএম (অটোমেটেড টেলার মেশিন) সেবা সীমিত করে ব্যাংকগুলো।

কেন্দ্রীয় ব্যাংক সূ‌ত্রে জানা গে‌ছে, গত বছ‌রের ফেব্রুয়ারিতে নতুন করে তিনটি ব্যাংককে নীতিগত অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক তিনটি হলো- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, দ্য সিটিজেন ব্যাংক ও পিপলস ব্যাংক। এর ম‌ধ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডকে তফসিলি ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

খোঁজ নিয়ে জানা গেছে, সিটিজেন ব্যাংক পেতে আবেদন করেছিলেন আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক। গত ১৮ এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি।

Facebook Comments Box
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Posted ১:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।