নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | 375 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কোম্পানিটি প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৩০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৬ টাকা ৭৬ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পত্তি দাড়িয়েছে ৬৬ টাকা ৭৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিলো ৬৮ টাকা ৫১ পয়সা
লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
এদিকে, এ কোম্পানি ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানির ইপিএস বেড়েছে। জুলাই- সেপ্টেম্বর’২০ অর্থাৎ আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৮ পয়সা। এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৫১ পয়সা।
কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩৫ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল মাইনাস ২ টাকা ৭৪ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭০ টাকা ৬৫ পয়সা।
Posted ১১:৩১ পূর্বাহ্ণ | সোমবার, ১১ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | saed khan