নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | প্রিন্ট | 244 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জাহিন স্পিনিংয়ে আজ ২১ জানুয়ারী, বৃহস্পতিবার দিবাগত রাতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটি জানিয়েছে যে, আজ ২১ জানুয়ারী, বৃহস্পতিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোম্পানির ভিবিন্ন ইউনিটে প্রচন্ড আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং খুব দ্রুত পুরো কারখানায় আগুন লেগে যায়।
আরও জানা যায়, ব্লো রুম, কার্ডিং, ড্রইং, সিমপ্লেক্স, অটো শঙ্কা, জেনারেটর, এসি প্ল্যান্ট, স্টিল বিল্ডিং এবং শেড, গুদাম ইত্যাদিতে বিশেষ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। চার ঘন্টা ফায়ার স্টেশনের সাতটি ইউনিটের দমকলকর্মীরা আগুন নিভিয়ে দেয়। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরে জানানো হবে।
Posted ২:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১
bankbimaarthonity.com | saed khan